Home অন্যান্য সৈয়দপুরে সৌদি বাদশাহর খাদ্য ঝুড়ি বিতরণ

সৈয়দপুরে সৌদি বাদশাহর খাদ্য ঝুড়ি বিতরণ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

রমজান আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এ বছরেও সৈয়দপুরের এক হাজার পরিবারসহ গোটা দেশে ৮০ হাজার অসচ্ছল পরিবার এবং এফডিএমএন (ঋউগঘ) রোহিঙ্গাদের মাঝে খাদ্য সহায়তা প্রকল্প ২০২১ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ জুন) বেলা ১২টায় উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তিনপাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক হাজার অসহায় পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়।

এ কর্মসূচির উদ্বোধন করেন আল মাহির ওয়েলফেয়ারের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিন জামির উদ্দিনের পক্ষে আলা আলী আবুদা। ডা. তোহার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সৌদি প্রতিনিধি মোহাম্মদ আল জেনাতী, আল মাহির ওয়েলফেয়ারের সেক্রেটারী জেনারেল আল্লামা ফরিদ উদ্দিন।

এছাড়াও স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরুন্নবী সরকার, সুলতানুল উলুম জামেরিয়া এতিমখানার পরিচালক হাফেজ মতিউর রহমান, সাংবাদিকসহ স্থানীয় সুধিবৃন্দ। কিং সালমান হিউমেটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের অর্থায়নে ও মুসলিগ ওয়ার্ল্ড লীগের ব্যবস্থাপনায় এসব খাদ্য সামগ্রি বিতরণ কর্মসূচি তদারকি করেন আল মাহির ওয়েলফেয়ার নেতৃবৃন্দ। বিতরণকৃত খাদ্য ঝুড়িতে ছিল ১০ কেজি চাউল, ৭ কেজি ডাল, ৩ লিটার তেল, ৩ কেজি চিনি ও ১ কেজি লবণ।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী