নোমান ইবনে সাবিত: ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ আগস্ট) নিউ ইয়র্কে বক্তৃতা দেওয়ার মঞ্চে সালমান রুশদির ওপর এই হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় শিটোকোয়া ইনস্টিটিউশনে তিনি এক অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন। সালমান রুশদিকে একটি বক্তৃতার জন্য পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল। এমন সময় এক ব্যক্তি মঞ্চ উঠে এই হামলা চালান।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা একজনকে দৌড়ে মঞ্চের দিকে যেতে দেখেন। সালমান রুশদিকে পরিচয় করিয়ে দেওয়ার সময় তিনি তাকে ঘুষি মারেন অথবা ছুরিকাঘাত করেন। ‘দি স্যাটানিক ভার্সেস’ উপন্যাসটি লেখার কারণে বছরের পর বছর ধরে হত্যার হুমকি পেয়ে আসছেন এই লেখক। অনেক মুসলিম এই বইটিতে তাদের ধর্মের অবমাননা করা হয়েছে বলে মনে করেন।
চৌতাকুয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন সাবেক বুকার পুরস্কার জয়ী এই লেখক। এই সময়ে তার ওপর হামলার ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা এক লোককে মঞ্চে দৌড়ে উঠতে যেতে দেখেছে। এরপর রুশদিকে হয় ঘুষি মেরেছে বা ছুরিকাঘাত করেছে।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। তাতে দেখা গেছে, রুশদির ওপর হামলা হলে উপস্থিত লোকেরা মঞ্চের দিকে ছুটে যায়। বর্তমানে সালমান রুশদির কি অবস্থা তা জানা যায়নি বলে বিভিন্ন গনমাধ্যমের খবরে বলা হয়েছে।
‘দি স্যাটানিক ভার্সেস’ লেখার কারণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খোমেনি সেদিনই ফতোয়া জারি করেছিলেন সালমান রুশদীকে হত্যা করার জন্য। অনেক মুসলিম এই বইটিতে তাদের ধর্মের অবমাননা করা হয়েছে বলে মনে করেন। সালমান রুশদির মাথায় সামান্য আঘাত পেয়েছেন এবং হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিউ ইয়র্ক পুলিশের একটি সূত্র জানিয়েছে।
বিপি।এসএম