Home বাংলাদেশ ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে বেবিচক দপ্তরে মার্কিন রাষ্ট্রদূত

ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে বেবিচক দপ্তরে মার্কিন রাষ্ট্রদূত

by বাংলাপ্রেস ডেস্ক

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা-নিউ ইয়র্ক সরাসরি বিমান চলাচলের বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ -বেবিচক এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

রোববার (২৩ অক্টোবর) বিকেলে বেবিচকের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দু’দেশের মধ্যে বিমান চলাচল বিশেষ করে ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা করা হয়। বেবিচক চেয়ারম্যান রাষ্ট্রদূত পিটার হাসকে একটি সময়বদ্ধ পরিকল্পনার মাধ্যমে এফএএ ক্যাটাগরি-১ (FAA-Cat-1) বাস্তবায়নের জন্য দূতাবাসের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।

আলোচনায় রাষ্ট্রদূত নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। দু’দেশের অ্যাভিয়েশন সেক্টরের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরে দক্ষ জনবল গড়ে তোলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করবে বলে তিনি জানান। শিগগিরই ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু হবে বলেও জানান তারা।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী