Home বাংলাদেশখুলনা চাকরী জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে গ্রাম পুলিশদের মানববন্ধন

চাকরী জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে গ্রাম পুলিশদের মানববন্ধন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

ঝিনাইদহ প্রতিনিধি: চাকরী জাতীয়করণের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে গ্রাম পুলিশ সদস্যারা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্য়োগপুর্ন আবহাওয়া উপেক্ষা করে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এই কর্মসুচি পালন করেন।

বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত
হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ৬ উপজেলা থেকে আসা গ্রাম পুলিশের নারী ও পুরুষ সদস্যরা অংশ গ্রহন করেন।

এসময় সংগঠনটির জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক আনিচুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান ও মফিজ উদ্দিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বর্তমান দ্রব্যমুল্যের উর্দ্ধগতির বাজারে নামমাত্র বেতনে পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

তারা গ্রাম পুলিশ বাহিনীর চাকরী জাতীয়করণের দাবি জানান। পরে তাদের দাবী সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশ করেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী