Home আন্তর্জাতিক নিউ ইয়র্কে ‘মিস শ্রীলঙ্কা’ প্রতিযোগিতায় মারামারি

নিউ ইয়র্কে ‘মিস শ্রীলঙ্কা’ প্রতিযোগিতায় মারামারি

by bnbanglapress
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘মিস শ্রীলঙ্কা’ প্রতিযোগিতা অনুষ্ঠানে ঘটে গেলো লঙ্কাকান্ড। প্রথমবারের মতো আয়োজন করা হয় ‘মিস শ্রীলংকা’ প্রতিযোগিতা। এই অনুষ্ঠানে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। গত শুক্রবার এ ঘটনা ঘটলেও প্রতিযোগিতায় হাতাহাতি ও মারধরের একটি ভিডিও ভাইরাল হওয়ায় বিষয়টি এখন আলোচনায় এসেছে।
জানা গেছে, ‘মিস শ্রীলঙ্কা’  নিউইয়র্ক’ প্রতিযোগিতার পার্টি শেষে এ মারামারির ঘটনা ঘটে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের একপর্যায়ে সেখানে উপস্থিত নারী এবং পুরুষরা একে অপরকে কিল-ঘুষি, লাথি এমনকি মাটিতে ফেলেও মারধর করছেন।
সুন্দরী প্রতিযোগিতার এ আয়োজনে ৩০০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। কিন্তু কী নিয়ে অতিথিদের মাঝে সংঘর্ষের সূত্রপাত হয়েছে তা স্পষ্ট নয়। সেখানে কিছু জিনিসপত্রেরও ক্ষতি হয়েছে। সংঘর্ষে জড়িত একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি হওয়া শ্রীলংকাকে সহায়তা করতে নিউইয়র্কে ‘মিস শ্রীলঙ্কা’ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী