Home বাংলাদেশ মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের উপদেষ্ঠাগণের সাথে মতবিনিময়

মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের উপদেষ্ঠাগণের সাথে মতবিনিময়

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া থেকে: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সদস্যগণের সদস্য মতবিনিময় সভা করলেন অত্র সংগঠনের উপদেষ্ঠাগণ।আজ শনিবার সকালে উপজেলা কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময়,অত্র সংগঠনের সভাপতি মোঃ আবু কাউসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক এর সঞ্চালণায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংগঠনের উপদেষ্ট একরামুল সিদ্দিক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান,সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশাররফ হোসাইন,এএসপি নবীনগর সার্কেল সিরাজুল ইসলাম,নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার,জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম শাহরিয়ার বাদল,উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয় সম্পাদক ও নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য মোঃ নাসির উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু,সাংগঠনিক সম্পাদক বিপি মোশাররফ হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক ডাক্তার শফিকুর রহমান, উপপ্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু, কার্যকরী সদস্য সাইফুর রহমান সোহেল, সলিমগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম,মাদকমুক্ত নবীনগর চাই কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, পৌরসভা ও সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ৪১ বাস্তবায়ন করতে হলে বর্তমান যুব সমাজকে অবশ্যই মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আগামী প্রজন্মকে মাদকমুক্ত সমাজ উপহার দিতে পারলেই আমাদের ভীষণ বাস্তবায়ন হবে। মাদক থেকে দূরে রাখার জন্য পরিবার সমাজ সর্বোপরি আমাদের সকলের দায়িত্ব নিতে হবে, তিনি বলেন আগামী বছর এই দিনে নবীনগর উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করে আমরা বাংলাদেশের ইতিহাসে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করব ইনশাল্লাহ। এ বিষয়ে তিনি সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী