Home খেলা কিংবদন্তী ফুটবলার পেলে আর নেই

কিংবদন্তী ফুটবলার পেলে আর নেই

by বাংলাপ্রেস ডেস্ক
Published: Updated:
A+A-
Reset

 

বাংলাপ্রেস ডেস্ক: কিংবদন্তী ফুটবলার পেলে আর নেই। বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের বিশ্বকাপজয়ী একমাত্র এই খেলোয়াড়। মৃত্যুকালে পেলের বয়স হয়েছিল ৮২ বছর। পেলের মেয়ে কেলি নাসকিমেন্তোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

খেলোয়াড়ি জীবলে ইনজুরি খুব একটা সমস্য করতে না পারলেও বার্ধক্যে শরীরটা তাকে ভুগিয়েছে বেশ। সাম্প্রতিক বছরগুলিতে স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন। ২০১৮ বিশ্বকাপ চলাকালে তাঁকে হুইলচেয়ারে বসা অবস্থায় দেখা যায়। সেই টুর্নামেন্টের এক মাস পরেই পেলেকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

২০২১ সালের সেপ্টেম্বরে একটি টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচারের পর থেকে তিনি ডাক্তারদের কাছ থেকে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। সবশেষ ২৯ নভেম্বর থেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে হাসপাতালে চিকিৎসা চলছিল তার। হাসপাতালে ভর্তির গণমাধ্যমে খবর আসে, তার অবস্থা গুরুতর। বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে তাকে। পেলের মেয়ে কেলি নাসিমেন্তো পুরো সময়জুড়ে অসুস্থ্য বাবার স্বাস্থ্য সম্পর্কে জানিয়েছে ভক্ত-অনুরাগীদের।

কাতার বিশ্বকাপজুড়ে সাও পাওলোর হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন পেলে। ফুটবল বিশ্বকাপ জেতায় হাসপাতাল থেকে মেসিদের শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি। এবার বড়দিনও হাসপাতালে কেটেছিল পেলের। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে বিশ্বজোড়া ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশেই পাড়ি জমালেন ফুটবলের রাজা ‘কালোমানিক’ পেলে।

বাবা নাম রেখেছিলেন এদসন আরান্তেস দো নাসিমেন্তো। তবে বিশ্বের বুকে লাখো কোটি ফুটবলপ্রেমীর কাছে তিনি পেলে নামেই পরিচিত। ক্যারিয়ারে ফুটবল বিশ্বের রেকর্ড এক হাজার ২৮১টি গোল করেছেন পেলে। ব্রাজিল জাতীয় দল, সান্তোস ও নিউইয়র্ক কসমস; সব জার্সিতে কেবলই আলো ছড়িয়েছেন তিনি। ফুটবল দিয়ে জয় করে নিয়েছেন কোটি মানুষের হৃদয়।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী