Home বাংলাদেশচট্টগ্রাম দেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

দেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সুলতানা মাসুমা, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এসময় তিনটি ক্যাটাগরিতে ৯জন শিশু শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করেন লক্ষ্মীপুর জেলা তথ্য অফিস।
এতে উপস্থিত ছিলেন, জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, শিশু একাডেমির প্রশিক্ষক সহকারি অধ্যাপক সুলতানা মাসুমা বানু, সাংবাদিক মো. রাকিব হোসাইন রনি ও আমাজ হোসেন প্রমুখ।

জানতে চাইলে জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে শিশুদের মেধা বিকাশের জন্য এ চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জেলা শিশু একাডেমির শিশু শিক্ষার্থীসহ শতাধিক শিশু অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মোট ৯জন বিজয়ী শিশু শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তরের আওতায় জেলা তথ্য অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান তিনি।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী