Home আন্তর্জাতিক ক্যালিফোর্নিয়ায় ১০ জনকে হত্যার পর সন্দেহভাজন বন্দুকধারী নিহত

ক্যালিফোর্নিয়ায় ১০ জনকে হত্যার পর সন্দেহভাজন বন্দুকধারী নিহত

by bnbanglapress
A+A-
Reset

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি নাচের স্টুডিওতে বন্দুক হামলায় ১০ জনকে হত্যায় জড়িত সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ক্যালিফোর্নিয়ার টোরান্সে গোলাগুলির ১২ ঘণ্টারও বেশি সময় পর একটি সাদা ভ্যান গাড়ি ঘিরে ধরে পুলিশ। সোয়াত কর্মকর্তারা ভ্যানটির জানালা ভেঙ্গে ভেতরে থাকা আত্মহত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ ব্যক্তিটির মরদেহ উদ্ধার করে।
সন্দেহভাজন ব্যক্তির নাম হু ক্যান ত্রান এবং সে ৭২ বছর বয়সী একজন এশিয়ান বলে জানিয়েছে লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা।খবর বিবিসির। গোলাগুলির ঘটনায় আরও ১০ ব্যক্তি আহত হয়েছেন এবং এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
পুলিশ জানায়, বন্দুকধারী ওই ঘটনার পর ঘটনাস্থল ছেড়ে যায় এবং কাছাকাছি আলহামব্রা এলাকায় আরেকটি নাচের স্টুডিওতে হামলার চেষ্টা করে। সেখানে ধস্তাধস্তির এক পর্যায়ে বন্দুকধারীর কাছ থেকে উৎসুক লোকজন অস্ত্র কেড়ে নেয় তাবে সন্দেহভাজন ব্যক্তিটি পালিয়ে যায়।
লস এঞ্জেলেস থেকে ১১ কিলোমিটার পূর্বে মনটেরে পার্কের এই এলাকাটিতে এশিয়ান লোকজনের বসবাস। এখানে চান্দ্র নববর্ষ উদযাপনের জন্য বেশ কয়েক হাজার লোক জমায়েত হয়েছিল।
ক্যালিফোর্নিয়ার সাম্পতিক ইতিহাসে সাধারণ মানুষের ওপর সবচেয়ে ভয়াবহ এই বন্দুক হামলার উদ্দেশ্য কী ছিল তা এখনো পরিষ্কার নয়।

বিপি।এসএম

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী