Home বাংলাদেশ ফেব্রুয়ারির ১০ দিনে রেমিট্যান্স এলো ৬৭৭০ কোটি টাকা

ফেব্রুয়ারির ১০ দিনে রেমিট্যান্স এলো ৬৭৭০ কোটি টাকা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ঢাকা: ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৬ হাজার ৭৭০ কোটি ৭৪ লাখ ২০ হাজার টাকা (ডলার প্রতি ১০৭ টাকা হিসেবে)।

রোববার বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের তথ্যে এসব জানা গেছে।

পরিসংখ্যান বিভাগ আরও জানায়, এই টাকার পরিমাণ জানুয়ারি মাসের চেয়ে কিছুটা কম। তবে আগের বছরের একই সময়ের তুলনায় বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ফেব্রুয়ারি মাসের প্রথম ১০ দিনে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৮ কোটি ৬ লাখ ৪০ হাজার ডলার। রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের তথ্যমতে, চলতি অর্থ বছরের জুলাই ও আগস্ট দুই মাসে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ২০৯ কোটি ৬৩ লাখ ডলার ও ২০৩ কোটি ৬৯ লাখ ডলার। এরপরই ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় আসা কমতে থাকে।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী