Home বাংলাদেশ দুর্নীতির কথা মির্জা ফখরুলদের মুখে মানায় না : হাছান মাহমুদ

দুর্নীতির কথা মির্জা ফখরুলদের মুখে মানায় না : হাছান মাহমুদ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ঢাকা: মির্জা ফখরুল ইসলামরা ক্ষমতায় থাকাকালীন দুর্নীতি করে পর পর পাঁচবার দেশকে চ্যাম্পিয়ন করেছে। তাঁরাই এখন দুর্নীতি নিয়ে কথা বলছে, যা উনাদের মুখে মানায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার চট্টগ্রামে অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিবের বক্তব্যের জেরে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি দ্রব্যমূল্য নিয়ে যে অভিযোগ করছে, সেটিও অমূলক। সারা পৃথিবীতেই মূল্যস্ফীতি বেড়েছে। বাংলাদেশে মূল্যস্ফীতি ইউরোপে চেয়ে কম বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সারা দেশে শিশুদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করছে। বাংলাদেশের মতো পৃথিবীর আর কোনো জনবহুল দেশে এই ধরনের উদ্যোগ নেই। এর আগে মন্ত্রী বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এবার চট্টগ্রামের বইমেলায় মোট ১৪৮ স্টলে বই বেচাকেনা হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই মেলা।

বিপি>আর এল

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী