Home বাংলাদেশচট্টগ্রাম খাদ্যে নেশাদ্রব্য মিশিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের মালামাল লুট

খাদ্যে নেশাদ্রব্য মিশিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের মালামাল লুট

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ চরঈশ্বর গ্রামে বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম ও তার মেয়ে সুমাইয়ার খাবার সাথে নেশাদ্রব্য মিশিয়ে মালামাল লুটের ঘটনা গটেছে।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম চরকিং ইউনিয়নের দক্ষিন চরঈশ্বর গ্রামের বাসিন্ধা। তাঁর মেয়ে সুমাইয়া উপজেলা স্বাস্থ্য সহকারী পদে কর্মরত রয়েছেন।

শুক্রবার (১৯ মে) সকালে অসুস্থ অবস্থায় মুক্তিযোদ্ধা ও তার মেয়েকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় বাবা ও মেয়ে ঘরে একা ছিলেন। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে তারা। সকালে তাদের কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন তাদের দরজা খোলা দেখে ভিতরে গিয়ে তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। গভীর রাতে কোন সংঘবদ্ধ দূর্বত্তের দল ঘরে থাকা খাবার বা ঘুমে থাকা অবস্থায় মুক্তিযোদ্ধা ও তার মেয়েকে নেশাদ্রব্য দিয়ে অচেতন করে। পরে তারা ঘরে থাকা আলমেরি ভেঙে স্বর্ণ, নগদ টাকা সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারি মেডিকেল অফিসার মানছুর উদ্দিন জানান, মুক্তিযোদ্ধা নুর ইসলাম ও তার মেয়েকে নেশা কোন দ্রব্য দিয়ে অজ্ঞান করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী