Home বাংলাদেশচট্টগ্রাম লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি

লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

নোয়াখালী প্রতিনিধি: দেশব্যাপী লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে অবস্থান কর্মসূচি শেষে স্মারকলিপি দিয়েছে নোয়াখালী জেলা বিএনপি।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২টার দিকে নোয়াখালী জেলা বিদ্যুৎ কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করে। এরপর দুপুর ১টা পর্যন্ত নোয়াখালী বিদুৎ অফিসের সামনে অবস্থানের পর বিএনপির নেতারা নোয়াখালী বিদুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমানের সঞ্চালনায় সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।

এ সময় আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যা বাহার হিরন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু প্রমূখ।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে দেশে ভয়াবহ লোডশেডিং ও সর্বগ্রাসী দুর্নীতি চলছে বলে দাবি করেন। নেতাকর্মিদের উদ্দেশে বক্তারা বলেন, বিএনপির কর্মসূচি চলবে, কর্মসূচি থেমে থাকবে না। এই কর্মসূচির লক্ষ দুঃশাসনের অবসান করা, কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের অবসান করা।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী