Home বাংলাদেশ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল দেশের রিজার্ভ

৩০ বিলিয়ন ডলার ছাড়াল দেশের রিজার্ভ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

৩০ বিলিয়ন ডলার ছাড়াল দেশের রিজার্ভ

বাংলাপ্রেস ডেস্ক : এক মাসের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বুধবার (২১ জুন) রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩০.০২ বিলিয়ন। গত ২৫ মে রিজার্ভ ২৯.৯৬ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৪০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা ছাড় ও পবিত্র ঈদুল আজহার আগে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিকে রিজার্ভ বাড়ার কারণ হিসেবে দেখছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, আজ বুধবার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ০১ বিলিয়ন ডলারে। যা গতকাল ছিল ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। গত বছরের জুনে রিজার্ভের পরিমাণ ছিল ৪১ দশমিক ৮২ বিলিয়ন ডলার।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশকে বাজেট সহায়তা বাবদ ৪০০ মিলিয়ন ডলার দিয়েছে।

আজ কিছু বাণিজ্যিক ব্যাংকের আমদানি বিল পরিশোধে সহায়তা করতে ৭৪ মিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এরপরও এডিবির সহায়তা ছাড় করার কারণে রিজার্ভ ৩০ বিলিয়ন ছাড়িয়েছে। তবে ঈদ সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, এটিও রিজার্ভ বৃদ্ধিতে অবদান রেখেছে বলছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক এ পর্যন্ত ব্যাংকিং খাতে ১৩ দশমিক ৪৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

জুনের প্রথম ২০ দিনে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৫৩ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ১ দশমিক ১০ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২০ জুনের মধ্যে রেমিট্যান্স এসেছে ২০ দশমিক ৯৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। ১০ মে ফের রিজার্ভ বেড়ে হয় ৩০.৩৬ বিলিয়র ডলার। যা আগের দিন ছিল ২৯.৭৮ বিলিয়ন। তবে ২৫ মে রিজার্ভ কমে আবার ২৯.৯৬ বিলিয়ন ডলারে নেমে এসেছিল।

বিপি/ এফআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী