Home বাংলাদেশচট্টগ্রাম লক্ষ্মীপুরে ‘থানার লোক’ বলে ঘুম থেকে ডেকে তুলে প্রবাসীর বাড়িতে ডাকাতি

লক্ষ্মীপুরে ‘থানার লোক’ বলে ঘুম থেকে ডেকে তুলে প্রবাসীর বাড়িতে ডাকাতি

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে সৌদি প্রবাসীর বাসায় ঢুকে স্ত্রী ও মেয়েকে বেঁধে অস্ত্রের মুখে টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। শসিনিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত বাড়িতে এ ঘটনা ঘটে।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী রেহানা আক্তার কাজল বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনার পর থেকে ছেলেমেয়েকে নিয়ে তিনি আতঙ্কে আছেন। ভুক্তভোগী গৃহবধূ ওই বাড়ির প্রবাসী ইয়াকুব আহমেদ শামীম হাওলাদারের স্ত্রী।

কাজলের সঙ্গে কথা বলে জানা যায়, তার স্বামী শামীম সৌদি আরবে থাকেন। বাসায় তিনি মেয়ে শারিকা (১২) ও ছেলে ইমনকে (৯) নিয়ে থাকেন। প্রতিদিনের মতো শনিবার রাতে তাদের নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে বাসার মূল দরজার ওপরের ভেন্টিলেটর ভেঙে লাঠি দিয়ে ছিটকিনি খুলে বাসায় ঢোকে দুর্বৃত্তরা। পরে শয়নকক্ষে প্রবেশ করে তিনজন লোক তাদের ঘুম থেকে উঠান। এরমধ্যে দুইজনের মুখোশ পরা ছিল। অন্যজনের মুখ খোলা থাকলেও তাকে চেনেন না গৃহবধূ।

একপর্যায়ে ছুরি-চাপাতি ধরে মা ও মেয়ের হাত-মুখ বেঁধে ফেলে দুর্বৃত্তরা। একপর্যায়ে তাদের কান ও গলা থেকে দুল-চেনসহ চাবি নিয়ে ওয়ারড্রবে থাকা প্রায় পাঁচ ভরি স্বর্ণ ও ২০ হাজার টাকা নিয়ে নেয় তারা। তখনও ছেলেটি ঘুমিয়ে ছিল। পরে একটি কক্ষে তাদের আটকে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় গৃহবধূর মোবাইল ফোন নিয়ে তারা বাড়ির সামনের পুকুর পাড়ে ফেলে দিয়ে চলে যায়।

রেহানা আক্তার কাজল বলেন, বাসায় ঢুকে তারা ‘থানা থেকে আসছি, আইনের লোক’ পরিচয় দিয়ে আমাদের ঘুম থেকে উঠিয়েছে। এরপর অস্ত্রের মুখে বেঁধে ফেলে সবকিছু নিয়ে গেছে। ঘটনার পর থেকেই ছেলেমেয়েকে নিয়ে আতঙ্কে আছি। তাদের নিয়ে এখানে থাকতে খুব ভয় হচ্ছে।

চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মেয়েসহ গৃহবধূকে বেঁধে অস্ত্রের মুখে প্রায় পাঁচ ভরি সোনা ও ২০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঘটনাস্থল গিয়ে ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলেছি। তিনজন লোক এই ঘটনাটি ঘটিয়েছে। তাদের আটক করতে পুলিশ কাজ করছে।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাতে পুলিশি টহল জোরদার করা হবে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী