আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শতবর্ষী বিদ্যাপিঠ ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ই অক্টোবর) দিবসটি উপলক্ষ্যে বিদ্যালয় চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
সহকারী শিক্ষক হারুন অর-রশিদ এর সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম এর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম, মেহেরুন আক্তার পলিন, মালা জেসমিন প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় সহকারী শিক্ষক মেহেরুল হোসেন, ইমরান পাটোয়ারী, আসাদুজ্জামান আসাদ, আজাকুর প্রামানিক, আব্দুল আজীজ, লিপন ইসলাম, ফাতেমা মনসুরা, আকতার জাহান পারভীন, মনিরা খাতুন, মাসুমা আক্তার, ফাতেমা খাতুন, ল্যাব অপারেটর সজিব, অফিস সহকারী মাহবুবসহ সকল শিক্ষক, কর্মচারী এবং ছাত্র উপস্থিত ছিলেন। শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষকদের পরামর্শ প্রদান করেন প্রধান শিক্ষক রবিউল আলম।
বিপি>আর এল