Home বাংলাদেশচট্টগ্রাম লক্ষ্মীপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই নৌকার সভা!

লক্ষ্মীপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই নৌকার সভা!

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: আচরণবিধি লঙ্ঘন করে লক্ষ্মীপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে নৌকার প্রতীকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এ সভা। দুপুর ১টা ৫০ মিনিটে সভার প্রধান অতিথি নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বক্তব্য শুরু করেন।

সরেজমিন দেখা যায়, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ও নির্বাচনী প্রচারণার লক্ষ্যে সদর উপজেলা পরিষদের মূল গেটের বিপরীত পাশে প্যান্ডেল দিয়ে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় বেশ কয়েকটি মাইক ব্যবহার করা হয়। অনুমতি না নিয়ে আচরণবিধি লঙ্ঘন করে এ সভা চললেও কোনো ব্যবস্থা নেননি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।

জেলা স্বচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের উপপরিবেশ বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম পাটওয়ারী, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, জেলা আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়াসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

এ বিষয়ে লক্ষ্মীপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মতবিনিময় সভা করার ঘটনাটি দেখেছি। আয়োজনের বিষয়টি আগ থেকে জানানো হয়নি। এজন্য দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মকবুল হোসেনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী