Home বাংলাদেশচট্টগ্রাম লক্ষ্মীপুরে শিল্প কারখানা সৃষ্টিতে উদ্যোগ নেয়ার ঘোষণা দিলেন এমপি পিংকু

লক্ষ্মীপুরে শিল্প কারখানা সৃষ্টিতে উদ্যোগ নেয়ার ঘোষণা দিলেন এমপি পিংকু

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সুলতানা মাসুমা,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: পিছিয়ে পড়া অবহেলিত লক্ষ্মীপুর জেলায় কর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্য নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে তোলার লক্ষ্য উদ্যোগ নেয়ার ঘোষণা দিলেন লক্ষ্মীপুর সদর০৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু।

সোমবার ভবানীগঞ্জ ইউনিয়নে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা সফরে তিনি মিয়ার বেড়ী এলাকায় বলেন, আমাদের জেলার অনেক শিল্পপতি আছেন। তারা অন্য জেলাতে শিল্পকারখানা স্থাপন করলেও নিজ জেলা অবহেলিত। তাদের মাধ্যমে জেলায় নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহউদ্দিন টিপু, লক্ষ্মীপুর জজকোর্টের পিপি এড জসিম উদ্দিন, ভবানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হাসান রণি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক শিহাবসহ আওয়ামী লীগ ও অংগ সংগঠন সমূহের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী