বাংলাপ্রেস ডেস্ক: শীতে বিপর্যস্ত পুরো দেশ। হাড় কাঁপানো শীতে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার পারদ নেমে এসেছে ১০ ডিগ্রির নিচে। এর আগে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার স্কুল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেই নির্দেশনা অনুযায়ী আজ সোমবার (২২ জানুয়ারি) দেশের বিভিন্ন জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
নীলফামারী
মাঘের কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা নীলফামারীর জনজীবন। শীতের দাপটে বেশি কাবু হয়ে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষেরা। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না সাধারণ মানুষ। সেই সঙ্গে বিদ্যালয়গামী কোমলমতি শিক্ষার্থীরাও পড়েছে বিপাকে। এ কারণে জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন পাঠদান বন্ধ রাখা হয়েছে।
তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসায় সোমবার বিদ্যালয় ছুটির এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক।
তারা জানান, এই কনকনে শীতের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত খুবই কষ্টকর হয়ে পড়েছে। তাপমাত্রা আবারও ১০ ডিগ্রির নিচে নামলে শিক্ষার্থীদের স্বার্থে সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়ের ছুটি বাড়ানো হবে।
সোমবার (২২ জানুয়ারি) সকালে নীলফামারীর সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত দুই সপ্তাহ ধরে জেলার তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনের অধিকাংশ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্য উত্তাপ ছড়াতে না পারায় বেড়েছে শীতের তীব্রতা।
সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। গত দুই সপ্তাহ ধরে নীলফামারীর তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করছে। এ রকম তাপমাত্রা আরও কয়েক দিন থাকতে পারে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা কম।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক বলেন, আজকের সর্বনিম্ন তাপমাত্রা সৈয়দপুর বিমানবন্দরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ডিমলায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রিপোর্ট করা হয়েছে। অকারণে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান স্থগিত রাখা হয়েছে। তাপমাত্রা ১০ ডিগ্রির কম হওয়ায় নীলফামারী জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে। তবে শিক্ষকদের সময় মতো স্কুলে যেতে হবে।
নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আসার নিচে আসার নীলফামারীর সব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রাখা হয়েছে। পরিবেশের উন্নতি হলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
জয়পুরহাট
শীতের তীব্রতা বাড়ায় জয়পুরহাট জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান এবং মাধ্যমিক বিদ্যালয় আবারও মঙ্গলবার ও বুধবার দুদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন এ ঘোষণা দেয়।
এর আগে রোববার ও আজ সোমবার ছুটি ঘোষণা করা হয়েছিল। সোমবার বেলা আড়াইটায় জেলা প্রশাসক (ডিসি) সালেহীন তানভীর গাজী বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় ছুটির নির্দেশনা রয়েছে। এ কারণে রোববার ও আজ সোমবার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় দুদিন পুরোপুরি বন্ধ এবং প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবারও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকবে। এ কারণে মঙ্গলবার ও বুধবার পাঠদান ও বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমান উদ্দিন মণ্ডল বলেন, জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকায় রোববার ও সোমবার মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয় ছুটি রয়েছে। আগামী মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকবে বলে পূর্বাভাস পাওয়া গেছে। তাই মঙ্গলবার ও পরদিন বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। বিদ্যালয়গুলো পুরোপুরি বন্ধ থাকবে। সব বিদ্যালয় কর্তৃপক্ষকে ছুটির কথা জানানো হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, ‘ডিসি স্যারের সঙ্গে আলোচনা করে আগামীকাল মঙ্গলবার ও পরদিন বুধবার বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এই দুই দিন খোলা থাকলেও পাঠদান হবে না।
লালমনিরহাট
উত্তরের জেলা লালমনিরহাটে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার (২২ জানুয়ারি) সকাল ছয়টায় ও নয়টার জেলার তাপমাত্রা পরিমাপ করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশা ও কনকনে হাড় কাঁপানো শৈত্যপ্রবাহে অনেকটা স্থবির হয়ে পড়েছে জনজীবন। তাপমাত্রা কমে যাওয়া জেলায় বন্ধ ঘোষণা করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক সকল শিক্ষাপ্রতিষ্ঠান।
লালমনিরহাট জেলা শিক্ষক সমিতির সভাপতি ও কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুজ্জামান আহমেদ বলেন, জেলা প্রশাসন থেকে চিঠি দেয়া হয়েছে। তাই শিক্ষার্থীর কথা চিন্তা করে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে। তবে তাপমাত্রা স্বাভাবিক হলে আবারো চালু করা হবে।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানিয়েছেন, আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।। ফলে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত হওয়ার পর এ সিদ্ধান্ত জানতে পেরে তারা বাড়ি ফিরে যান।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে আজ ও আগামীকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুদিনের জন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। তাপমাত্রা সকালের দিকে ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক শারমিন ফেরদৌস চৌধুরীর স্বাক্ষরিত এক আদেশের প্রেক্ষিতে সোমবার (২২ জানুয়ারি) সকাল ৮টায় এই ছুটি ঘোষণা করা হয়। পরে তা মোবাইল মেসেজের মাধ্যমে বিদ্যালয় প্রধানদের জানিয়ে দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ জানান, সোমবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক শারমিন ফেরদৌস চৌধুরীর স্বাক্ষরিত এক আদেশের প্রেক্ষিতে তাদের অধীনস্থ জেলার সব মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান দুদিনের জন্য বন্ধ থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী জানান, সোমবার সকাল ৭টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস বিরাজ থাকায় সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
সিরাজগঞ্জ
এ ছাড়া তাপমাত্রা ১০ এর নিচে থাকায় আগামীকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) সিরাজগঞ্জে সকল মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
দিনাজপুর
শৈত্যপ্রবাহের কারণে ২৩ ও ২৪ জানুয়ারি দিনাজপুর জেলার সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিপি/টিআই