Home অন্যান্যস্বাস্থ্য করোনায় আরও এক প্রাণহানি, শনাক্ত ৪৮

করোনায় আরও এক প্রাণহানি, শনাক্ত ৪৮

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৪৮৬ জনে। এছাড়া গত একদিনে নতুন করে ৪৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৮৪৪ জনে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৬৮২টি নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৭ দশমিক ৪৮ শতাংশ। আর করোনা শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

banglapress24

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

১১১ শেলডন রোড # ১৮৮৪, ম্যানচেস্টার, কানেকটিকাট ০৬০৪২

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৫ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী