289
হাফিজুর রহমান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি: পঞ্চগড়ে তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন পর অপারেশন কার্যক্রম চালু হয়েছে। বর্তমান সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামান চৌধুরী পঞ্চগড় জেলায় যোগদানের পর জেলার সকল স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম চালুর উদ্দ্যোগ গ্রহন করেন। তেতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এনেসথেসিয়া চিকিৎসক ও সার্জারী চিকিৎসক না থাকার পরও সিভিল সার্জন নিজে অপারেশন শুরু করেন । কিন্তু বাধা হয়ে দাড়ায় এনেসথেসিয়া চিকিৎসক সংকট । পঞ্চগড় সদর হাসপাতাল হতে একজন এনেসথেসিয়া চিকিৎসক সংগে নিয়ে এসে প্রতি সপ্তাহে মঙ্গলবার তেতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম চালু রাখেন সিভিল সার্জন ডাঃ মোস্তফা জামান চৌধুরী । ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার একদিনে সর্বোচ্চ সংখ্যক পাঁচটি অপারেশন সম্পন্ন করায় অপারেশন কাজে সম্পৃক্ত চিকিৎসক ও নার্সদের সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।এ সময় তেতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের প.প.কর্মকর্তা ড:মাসুদ পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা:মোস্তফা জামান চৌধুরী। ডা: মনসুর আলম, ডা; সিরাজদৌলা পলিন,ডা; রাজিউল ইসলাম,ডা:মাজেদা বেগম,ডা: আবুল কাসেম প্রমুখ।
বিপি/টিআই