Home অন্যান্যশিক্ষা অবন্তিকার মৃত্যুতে সহকারী প্রক্টর-সহপাঠীর সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ

অবন্তিকার মৃত্যুতে সহকারী প্রক্টর-সহপাঠীর সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যা প্ররোচনায় সহকারী প্রক্টর ও সহপাঠীর সংশ্লিষ্টতা আছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার দুপুরে সংবাদ সম্মেলনে একথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিন।

তিনি বলেন, ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যা প্ররোচনার অভিযোগে কুমিল্লা কোতয়ালী থানায় মামলার ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাদের হস্তান্তর করা হয়েছে কুমিল্লা পুলিশের কাছে। প্রাথমিকভাবে জানা গেছে এ ঘটনায় তাদের সংশ্লিষ্টতা আছে।

এর আগে শনিবার (১৬ মার্চ) রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অবন্তিকার মা তাহমিনা শবনম একটি মামলা করেন। মামলায় অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকী ও প্রক্টর দ্বীন ইসলামকে আসামি করা হয়।

এ মামলায় ওই রাতেই বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও শিক্ষার্থী আম্মান সিদ্দিকীকে আটক করে পুলিশ। পরে তাদেরকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গত শুক্রবার (১৫ মার্চ) রাতে সহকারী প্রক্টর ও আম্মান সিদ্দিকী নামে এক সহপাঠীকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁওয়ে ‘পিসি পার্ক স্মরণিকা’ নামে ১০ তলা ভবনের দ্বিতীয় তলার নিজেদের বাসায় আত্মহত্যা করেন তিনি।

ফাইরুজ অবন্তিকা কুমিল্লা সরকারি কলেজের সাবেক শিক্ষক প্রয়াত অধ্যাপক জামাল উদ্দিনের মেয়ে।

বিপি/কেজে

 

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী