205
বাংলাপ্রেস ডেস্ক: বুয়েটকে ছাত্ররাজনীতির আওতামুক্ত রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। প্রয়োজনে আইন সংস্কার করে হলেও বুয়েটকে রাজনীতির বাইরে রাখার অনুরোধ করেছেন তারা।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন তারা এ অনুরোধ করেন।
এ সময় প্রধানমন্ত্রীকে বুয়েটের আমন্ত্রণ জানিয়ে প্রযুক্তিবিদ্যায় বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো পেছনে ফেলে র্যাংকিয়ে ৫০ এ আসার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন শিক্ষার্থীরা।
২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা পিটিয়ে হত্যা করে। এর পর থেকে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ।
বিপি/কেজে