Home অন্যান্য ধর্ষকের বিচার চেয়ে আন্দোলনকারীদের দাঁড়ালেন কাঞ্চন মল্লিক

ধর্ষকের বিচার চেয়ে আন্দোলনকারীদের দাঁড়ালেন কাঞ্চন মল্লিক

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset


বাংলাপ্রেস ঢাকা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ঘটনার পরদিন থেকেই লাগাতার আন্দোলন, কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এখনও হাসপাতালের আউটডোরে কাজে যোগ দেননি তাঁরা। একাধিকবার সুপ্রিম কোর্ট তাঁদের কাজে ফেরার আর্জি জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁদের কাজে ফেরার কথা বলেছেন। তবে সমস্ত দাবিপূরণ না হওয়া পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা। তবে টেলি মেডিসিন পরিষেবা চালু করেছেন তাঁরা।

এছাড়াও ‘অভয়া ক্লিনিক’নামে অস্থায়ী ক্যাম্প চালু হয়েছে। বলাই বাহুল্য, এই আন্দোলন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবার চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে তাঁদেরকেই কাঠগড়ায় দাঁড় করালেন কাঞ্চন মল্লিক।

রবিবার শহর কলকাতা যখন মহামিছিলে ব্যস্ত, তখন আর জি কর কাণ্ডের অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোন্নগর শহর ও নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে ধর্নামঞ্চ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূল কর্মীরা। সেখানেই উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। তৃণমূলের তারকা বিধায়কের মন্তব্য, “আর জি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমিও সচেতন নাগরিক হিসাবে বলছি, আমার বাড়িতেও স্ত্রী, মা, দিদি আছেন। আমিও চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই ঘটনায় একজন অভিযুক্ত গ্রেফতার হয়েছে। কলকাতা পুলিশই গ্রেফতার করেছে। এরপর মামলা সিবিআইয়ের হাতে গিয়েছে। এই ঘটনা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।” তবে আন্দোলনের অভিমুখ পাল্টাচ্ছেন বিরোধীরা। তৃণমূল সাংসদ বলেন, “এই মামলার তদন্তভার যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের হাতে তুলে না দিতেন, তাহলে বিরোধীরা বলত মমতার মদতপুষ্ট কলকাতা পুলিশ ইচ্ছাকৃতভাবে তদন্ত দীর্ঘায়িত করছে। সেটা হয়নি। সিবিআই তদন্ত করছে।” এরপরই চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে প্রশ্ন তোলেন কাঞ্চন মল্লিক।

সরকারি হাসপাতালের নিরাপত্তা শিকেয় ওঠার অভিযোগে যখন উত্তাল রাজ্য, তখন কর্মবিরতির মাধ্যমেই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। সেই প্রসঙ্গ টেনেই উত্তরপাড়ার তারকা বিধায়ক কাঞ্চনের প্রশ্ন, “অনেক সরকারি কর্মচারি কর্মবিরতিতে রয়েছেন। তারা সরকারের থেকে বেতন নিচ্ছেন তো নাকি? বোনাস নেবেন তো, না সেটা প্রত্যাহার করবেন?”, এটা আমার প্রশ্ন। পাশাপাশি আর জি কর কাণ্ডের তীব্র নিন্দাও করেন তিনি। তবে যাঁরা এই ইস্যুটিতে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, তাঁদের উদ্দেশে কাঞ্চনের প্রশ্ন, “আসল উদ্দেশ্য কোনটি- দোষীর শাস্তি নাকি মুখ্যমন্ত্রীর পদত্যাগ?”

বিপি>আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী