Home আন্তর্জাতিক ভারতে ১৮ বাংলাদেশী গ্রেফতার

ভারতে ১৮ বাংলাদেশী গ্রেফতার

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে ১৮ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। একইসঙ্গে তাদের আশ্রয় দেয়ার অভিযোগে সাতজন ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাঁসখালী থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। জানা গেছে পুলিশের কাছে খবর আসে, হাঁসখালী থানার বড় চুপরিয়া এলাকায় অনেক বাংলাদেশি লুকিয়ে আছেন। পরে অভিযানে নেমে পুলিশ ১৮ জন বাংলাদেশিকে খুঁজে পায় পুলিশ। এদের মধ্যে ১০ জনই নারী।

বৃহস্পতিবারই গ্রেপ্তারকৃত ১৮ বাংলাদেশি ও সাত ভারতীয়কে রানাঘাট মহকুমা আদালতে উঠানো হয়। পরে আদালত তিনজনকে পুলিশ রিমান্ড ও বাকিদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে এক বাংলাদেশি নারী জানান, তারা এজেন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। তবে কাজে যাওয়ার আগেই পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। ধারণা করা হচ্ছে ভালো চাকরির খোঁজে সীমান্ত পেরিয়ে তারা ভারতে গিয়েছিলেন। আরও কোনো বাংলাদেশি এভাবে ভারতে লুকিয়ে আছে কি না, সে বিষয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় থানার পুলিশ।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী