Home আন্তর্জাতিক উত্তাল ভারতের মণিপুর কারফিউ জারি,বন্ধ ইন্টারনেট

উত্তাল ভারতের মণিপুর কারফিউ জারি,বন্ধ ইন্টারনেট

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: অগ্নিগর্ভ হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য। নতুন করে ব্যপক সহিংসতার ঘটনা ঘটেছে রাজ্যটিতে। এ পরিস্থিতিতে অঙ্গরাজ্যের তিনটি জেলা পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল ও থাউবালে অনিদিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এছাড়া ৫ দিনের জন্য ইন্টারনেট বন্ধ ঘোষণা করা হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেটের এক বিবৃতিতে এর আগে পূর্ব ও পশ্চিম ইম্ফলের প্রশাসকগণ নিজ নিজ জেলায় কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছিলেন। তবে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় মঙ্গলবার সকাল ১১ টায় আবারও কারফিউ জারি করা হয়।

এছাড়া রাজধানী ইম্ফলে গভর্নরের কার্যালয়ের সামনে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে বড় ধরনের সংঘাতের পর ৫ দিনের জন্য ইন্টারনেট বন্ধ ঘোষণা করেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুরের রাজ্য সরকার। মঙ্গলবার বিকেলে রাজ্য প্রশাসন দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে সংঘর্ষ পীড়িত রাজ্যটিতে এখনও পর্যন্ত সফরে না যাওয়ায় মোদির সমালোচনা করেছেন দলটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা প্রিয়াঙ্কা গান্ধী। এমনকি মণিপুর নিয়ে মোদির উদাসীনতা ক্ষমার অযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়া এ ঘটনায় অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির প্রধান মল্লিকার্জুন খাড়গে।

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী