বাংলাপ্রেস ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। রোববার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এই কর্মকর্তা জানান, গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বিকেলে সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালায়। ওই অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাবের হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছিল। এর আগে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান দলটির নেতাকর্মীসহ সরকারদলীয় সাবেক এমপি-মন্ত্রীরা। পরবর্তীতে আন্দোলন দমন ও প্রাণহানির ঘটনায় শেখ হাসিনা ছাড়াও সাবেক এমপি-মন্ত্রী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজধানীসহ সারাদেশে একাধিক মামলা হয়। এসব মামলায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সবশেষ রোববার বিকেলে রাজধানীর বারিধারা এলাকায় অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়ের করা মামলায় রাজশাহী-৩ আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব।
বিপি/টিআই