বাংলাপ্রেস ডেস্ক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।
তিনি জানান, দ্রুত আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুতের কাজ চলছে এবং রাষ্ট্রপক্ষ হাইকোর্টে শুনানির প্রস্তুতি নিচ্ছে।
২০২২ সালের ৬ জানুয়ারি আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ থেকে ৬,৬২৭ পৃষ্ঠার ডেথ রেফারেন্স ও মামলার নথি হাইকোর্টে পাঠানো হয়। এরপর আসামিরা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করেন। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, বিচারিক আদালতে মৃত্যুদণ্ড দেওয়ার পর মামলার সব কার্যক্রম উচ্চ আদালতে পাঠাতে হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ৮ ডিসেম্বর আবরার ফাহাদের হত্যাকাণ্ডে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে বুয়েট ছাত্রলীগের বিভিন্ন পদাধিকারী রয়েছেন। এছাড়া, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ৫ জনও ছাত্রলীগের সদস্য।
২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শের-ই-বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। তার বাবা বরকত উল্লাহ পরদিন চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মাত্র ৩৭ দিনে তদন্ত শেষ করে ১৩ নভেম্বর চার্জশিট দাখিল করা হয়।
বিপি/টিআই