Home আন্তর্জাতিক বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য আরও বৃদ্ধি

বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য আরও বৃদ্ধি

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ও ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম এক শতাংশের বেশি বেড়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) এমন খবর প্রকাশ করেছে রয়টার্স।

এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক ২০ ডলার বা এক দশমিক ৬ শতাংশ বেড়ে ৭৭ দশমিক ৭৮ ডলার হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম এক দশমিক ১৬ ডলার বা এক দশমিক ৬ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিলটন। সেখানের এক-চতুর্থাংশ জ্বালানি স্টেশনে পেট্রোল শেষ হয়ে গেছে।

তাছাড়া ইরান থেকে ইসরায়েলে ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে। কারণ যেকোনো সময় ইরানের তেল স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইসরায়েল। ইসরায়েলের এ হামলার আশঙ্কায় উদ্বেগ রয়েছে বিনিয়োগকরাীদের মধ্যেও।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী