Home আন্তর্জাতিক এলিয়েনের খোঁজে যাচ্ছে নাসার মহাকাশযান

এলিয়েনের খোঁজে যাচ্ছে নাসার মহাকাশযান

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: ভিন্ন গ্রহের প্রাণীর অস্তিত্ব নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। এ রহস্য উন্মোচন করতে এবার উৎক্ষেপণ করা হয়েছে ইউরোপা ক্লিপার নামের মহাকাশযান। সোমবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে স্থানীয় সময় দুপুর ১২টার দিকে বৃহস্পতির চাঁদ ইউরোপায় এলিয়েনের সন্ধানে নাসার এ মহাকাশযান যাত্রা করে।

বিজ্ঞানীরা মনে করেন, ইউরোপার বরফের নিচে একটি বিশাল লবণাক্ত মহাসাগর থাকতে পারে, যা পৃথিবীর জলীয় ভান্ডারের দ্বিগুণ পরিমাণের। এ মিশনটি ২০৩০ সালে ইউরোপার কাছে পৌঁছবে, যার উদ্দেশ্য হলো বৃহস্পতির চাঁদের পৃষ্ঠের নিচে সম্ভাব্য জীবন সমর্থনকারী উপাদানগুলো খুঁজে বের করা। খবর বিবিসির

ইউরোপা ক্লিপার, যেটি ইউরোপীয় জুইস মিশনের সঙ্গে সংগতিপূর্ণ, ৫০ বার ইউরোপার চারপাশে ঘুরবে। এর উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি, বিশেষ করে ‘রিজন’ লেজার, বরফের স্তরের নিচে জলের প্রবাহ এবং তাপের উৎসগুলোর অবস্থান ম্যাপ করতে সহায়তা করবে।

এ মিশনের বিজ্ঞানীরা জানান, তারা সেখানে মানুষের মতো কোনো প্রাণীর সন্ধান করছেন না। বরং ইউরোপার বাসযোগ্যতা নিয়ে গবেষণা করবেন। যদি এখানে জীবনের সন্ধান পাওয়া যায়, তবে তা একটি আলাদা উৎসকে নির্দেশ করবে, যা আমাদের সৌরজগতের অন্যান্য গ্রহ ও চাঁদে জীবনের সম্ভাবনা সম্পর্কে নতুন ধারণা দেবে।

নাসার এ উদ্যোগকে সহযোগিতা করছে একটি আন্তর্জাতিক বিজ্ঞানী দল। ইউরোপা ক্লিপার মহাকাশযানের সফল উৎক্ষেপণ এবং গবেষণার ফলাফল আমাদের জ্ঞানের সীমানা প্রসারিত করতে পারে। এ ছাড়া মানবজাতির স্থায়ী অবস্থানকে নতুন দিগন্তে নিয়ে যেতে পারে। এভাবে, এলিয়েন জীবনের অনুসন্ধান আমাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী