বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ থেকে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ভারতে বসবাসের অনুমতির মেয়াদ (রেসিডেন্স পারমিট) প্রায় তিন মাস আগে শেষ হয়েছে। নতুন করে এখনো তার থাকার মেয়াদ বাড়ায়নি দেশটি। এমন পরিস্থিতিতে কাজের জন্য অন্য দেশেও যেতে পারছেন না তিনি। ভারত থেকে অন্য দেশে গেলে ফের ভারতে ঢোকা তার পক্ষে সম্ভব হবে না বলে নিজেই জানিয়েছেন তসলিমা।
যুক্তরাষ্ট্রে গেলে আর ভারতে ঢুকতে পারবেন না—এমন শঙ্কার কথা জানিয়ে এই লেখিকা বলেন, যুক্তরাষ্ট্রে তার কাজ রয়েছে। কিন্তু বারবার তা পিছিয়ে দিতে হচ্ছে। কারণ সেখানে গেলে কাগজের অভাবে আর ভারতে ঢুকতে পারবেন না।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, গত ২২ জুলাই মেয়াদ শেষ হয়েছে তসলিমার ভারতে থাকার অনুমতি। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি ফোনে ও ইমেইলে যোগাযোগ করেছিলেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে। তবে এ বিষয়ে তিনি কোনো জবাব পাননি।
তসলিমা নাসরিন বলেন, ‘আমি কুড়ি বছর এই দেশে (ভারতে) রয়েছি, এমনটা কখনো হয়নি। প্রত্যেকবার পারমিটের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তার মেয়াদ বাড়ানো হয়। কিন্তু এবারে কী হচ্ছে, কেন হচ্ছে—বুঝতে পারছি না।’
ভারতে নিজের বসবাসের বিষয়ে উদ্বিগ্ন তসলিমা বলেন, ‘এই বয়সে এই স্বাস্থ্য নিয়ে আমার আর কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। নিজের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। বাংলার মধ্যে থাকতে ভালোবাসি বলে কলকাতায় ছিলাম। সেখান থেকেও চলে আসতে হলো দিল্লিতে। এবার আমি কোথায় যাব?’
বিপি/কেজে