Home বাংলাদেশ নির্বাচনী আলোচনা: শনিবার রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে অন্তর্বর্তী সরকার

নির্বাচনী আলোচনা: শনিবার রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে অন্তর্বর্তী সরকার

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দফায় সংলাপ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে আগামী শনিবার (১৯ অক্টোবর) আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মুহাম্মাদ আবুল কালাম আজাদ।

তিনি জানান, মাইনাস টু ফরমুলা নিয়ে অন্তর্বর্তী সরকারের মাথাব্যথা নেই। সরকারের অগ্রাধিকার গণহত্যার বিচার।

এর আগে সর্বশেষ গত ৫ অক্টোবর বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠেয় প্রধান উপদেষ্টার এবারের সংলাপটি হবে চতুর্থ দফার সংলাপ।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, সংস্কার এগিয়ে নিতে আগামী শনিবার অনুষ্ঠেয় সংলাপে অংশ নিতে গণফোরাম ও এলডিপি ছাড়াও জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দল, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি ও জাতীয় পার্টিকে (আন্দালিব রহমান পার্থ) আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে দু’একটি দলকে এই দফায় অথবা আগামী সংলাপে আমন্ত্রণ জানানো হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

সংলাপের বিষয়বস্তু প্রসঙ্গে তিনি বলেন, সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার ছাড়াও যেসব বিষয় নিয়ে আলোচনা হবে তারমধ্যে দ্রব্যমূল্য উল্লেখযোগ্য। দ্রব্যমূল্য নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ কাজ করছে। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে আনতে মঙ্গলবার কয়েকটা পদক্ষেপ নেয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মুহাম্মাদ আবুল কালাম আজাদ।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী