Home আন্তর্জাতিক ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা: এস জয়শঙ্করের পাকিস্তান সফর

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলোচনা: এস জয়শঙ্করের পাকিস্তান সফর

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: সাংহাই করপোরেশন অরগানাইজের (এসসিও) সম্মেলনে যোগ দিয়ে পাকিস্তান সফরে গেলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দীর্ঘ এক দশক পর ভারত সরকার উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা পাকিস্তান সফর করছেন। খবর জিও নিউজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বহনকারী বিমান মঙ্গলবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে রাজধানী ইসলামাবাদে অবতরণ করে। সেখানে তাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা অভিননন্দন জানান।

সাংহাই করপোরেশন অরগানাইজের (এসসিও) সম্মেলনের ২৩ তম আয়োজন অনুষ্ঠিত হচ্ছে ইসলামাবাদে। এজন্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

এদিকে জয়শঙ্কর পাকিস্তান সফর করলেও দেশটির সঙ্গে কোনো দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন না বলে আগেই জানিয়েছেন।

ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে চরম অবনতি ঘটে ২০১৯ সালে। যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলোয়ামায় ভারতীয় সেনা সদস্যদের বহনকারী একটি গাড়িতে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বার হামলা হয়। সেই হামলায় অন্তত ৪০ জন সেনা প্রাণ হারিয়েছিলেন।

সেই হামলার পর প্রথমে পাকিস্তানের বালাকোটে ঝটিকা অভিযান চালায় ভারতীয় বিমান বাহিনী। তারপর ওই বছরই আগস্টে জম্মু-কাশ্মিরের সাংবিধানিক স্বায়ত্বশাসিত মর্যাদা বাতিল করে। ভারতের কেন্দ্রীয় সরকারের এ পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছিল পাকিস্তান। কিন্তু ভারত তা আমলে না নেওয়ায় চরম তিক্ততায় পৌঁছায় দু’দেশের সম্পর্ক।

প্রসঙ্গত, এসসিও বিশ্বের বৃহত্তম আঞ্চলিক আন্তঃরাষ্ট্রীয় সংস্থা। মোট ৯টি দেশ এই জোটের সদস্য। এই সদস্যরাষ্ট্রগুলো হলো রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান। ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এই জোটটি।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী