বাংলাপ্রেস ডেস্ক: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সকাল ৭টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। এ নিয়ে অক্টোবরের ১৮ দিনে মশাবাহিত এ রোগে ৭৪ জনের মৃত্যু হলো; যাদের বেশির ভাগই নারী। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, শুক্রবার সকাল ৭টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১১ জন। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৯ জন, আর ঢাকার বাইরের হাসপাতালে ১৫২ জন ভর্তি হয়েছেন।
এ বছর ডেঙ্গুতে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। ডেঙ্গুতে এই সিটি করপোরেশনে ৯ হাজার ৯৪১ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন সর্বোচ্চ ১২৪ জন। তাদের মধ্যে ৪৭ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৫২ দশমিক ৭ শতাংশ নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ১৮ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৪৭ হাজার ৪৬১ জন। এর মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।
বিপি/টিআই