বাংলাপ্রেস ডেস্ক: টানা ২০ বছর দর্শকদের বিনোদন দেয়ার পর ২০১৮ সালে হঠাৎই বন্ধ হয় ভারতের দীর্ঘতম টেলিভিশন শো ‘সিআইডি’। বিভিন্ন ভাষায় ডাবিংকৃত শোটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করলেও হঠাৎই বন্ধ হওয়ায় মন খারাপ হয় দর্শকদের। তবে এবার এলো সুখবর। দীর্ঘ ছয় বছর পর দ্বিতীয় সিরিজ নিয়ে সনি এন্টারটেইনমেন্ট টিভিতে প্রচার হতে যাচ্ছে ‘সিআইডি’।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সিআইডির নতুন একটি টিজার প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, আগের মতোই নতুন এসিপি প্রদ্যুমান চরিত্রে শিবাজী সত্যম, ইন্সপেক্টর দয়া চরিত্রে দয়ানন্দ শেট্টি এবং ইন্সপেক্টর অভিজিৎ চরিত্রে আদিত্য শ্রীবাস্তবকে দেখা যাবে।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিংকভিলা সূত্রের বরাত জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর নাগাদ শো’টির শুটিং শুরু হবে। আসন্ন বড়দিন বা নতুন বছরকে কেন্দ্র করে পর্দায় দেখা যেতে পারে সিআইডি ২।
প্রকাশ হওয়া টিজারে দেখা গেছে, এসিপি প্রদ্যুমান পুলিশের গাড়ি থেকে বেশ উত্তেজিত অবস্থায় নামছেন। খুবই বৃষ্টি হচ্ছে। কালো ওভারকোট পরা অবস্থায় ছাতা মাথায় গাড়ি থেকে নামেন এসিপি।
ধারণা করা হচ্ছে, কোথাও বোমা বিস্ফোরণ হওয়ার তথ্য এসেছে। আর সেই জায়গার খোঁজে এসেছেন এসিপি প্রদ্যুমান। শক্ত করে ছাতা ধরে আছেন। আর আবহে ক্লাসিক থিম মিউজক চলছে। এ ধাঁচের প্রোমো দেখেই নষ্টালজিয়া উসকে উঠে দর্শকদের। আর এই এসিপির সঙ্গে ক্যামেরা কাট বিগ ক্লোজআপে দেখা যাচ্ছে অভিজিতের দুটি চোখ। যা প্রোমোর উত্তেজনা মুহূর্তেই দ্বিগুন করে তোলে।
বিভিন্ন অপরাধ সংক্রান্ত ঘটনার পেছনের রহস্য এবং প্রকৃত সত্য তুলে ধরে আনার এই অনুষ্ঠানের প্রোমের শেষে একটি গুলির শব্দ শোনা গেছে। যা থেকে স্পষ্ট, বরাবরের মতো দ্বিতীয় মৌসুমও অ্যাকশনে ভরপুর থাকবে।
প্রসঙ্গত, ১৯৯৮ সালের ২১ জানুয়ারি যাত্রা করা সিআইডি’র ১৫৭৪টি পর্ব প্রচারিত হয়। শো এবং এর চরিত্রগুলো ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। আর প্রায় বিশ বছর শোটি প্রচার হওয়ার পর ২০১৮ সালের অক্টোবরে হঠাৎ করেই এটি বন্ধ করার সিদ্ধান্ত নেন প্রযোজকরা।
বিপি/টিআই