বাংলাপ্রেস ডেস্ক: ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হাম কমে ৩ দশমিক ৯১ শতাংশে দাঁড়িয়েছে। গত অর্থবছরের এপ্রিল-জুনে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল দশমিক ৮৮ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন ত্রৈমাসিকে কারখানার উৎপাদন দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৮ শতাংশে, যা এক বছর আগে ছিল ১০ দশমিক ১৬।
আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যে এসব তথ্য জানা গেছে।
২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে কৃষিখাতের প্রবৃদ্ধি কমে হয়েছে হয়েছে ৫ দশমিক ২৭ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে কৃষিখাতে প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ৫৫ শতাংশ।
২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে শিল্পখাতের প্রবৃদ্ধি কমে হয়েছে ৩ দশমিক ৯৮ শতাংশ। আগের ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে শিল্পখাতে হয়েছিল ১০ দশমিক ১৬ শতাংশ।
এ ছাড়া গেল অর্থবছরের শেষ প্রান্তিকে সেবাখাতের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৭ শতাংশ, যা ২০২২-২৩ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ছিল ৪ দশমিক ৮২ শতাংশ।
বিপি/কেজে