Home বাংলাদেশ ডিজেল-কেরোসিনের দাম লিটারে কমল ৫০ পয়সা

ডিজেল-কেরোসিনের দাম লিটারে কমল ৫০ পয়সা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি মন্ত্রণায়। বুধবার (৩১ অক্টোবর) রাতে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের নিমিত্তে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ দশমিক ৫০ টাকা হতে শূণ্য দশমিক ৫০ টাকা হ্রাস করে ১০৫ টাকা ও কেরোসিন ১০৫ দশমিক ৫০ টাকা হতে শূণ্য দশমিক ৫০ টাকা হ্রাস করে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া অকটেন ১২৫ টাকা ও পেট্রোল ১২১ টাকায় অপরিবর্তিত রেখে পুনর্নির্ধারণ করা হয়েছে, যা আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী