Home বাংলাদেশ ৭ দিন সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

৭ দিন সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকবে শাহজালালের রানওয়ে

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় বাতি রক্ষণাবেক্ষণ (লাইট) কাজের জন্য প্রতিদিন সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ থাকবে উড়োজাহাজ চলাচল। সোমবার বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

কর্মকর্তারা জানান, আগামী ৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বিমানবন্দরের রানওয়ে এলাকায় বাতি স্থাপনের কাজ চলবে। এসময় রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত শ্রমিকরা রানওয়ে এলাকায় চলাচল করবেন। এ অবস্থায় বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন–অবতরণ ঝুঁকিপূর্ণ। এ কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বন্ধ থাকবে রানওয়ে এলাকা। এ সময় বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট উড্ডয়ন–অবতরণ করতে পারবে না।

এ বিষয়ে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, বিমানবন্দরের রানওয়ে এলাকায় রক্ষণাবেক্ষণ কাজের বিষয়টি আগে থেকেই জরুরিভাবে দেশি–বিদেশি এয়ারলাইন্সগুলোকে অবহিত করা হয়েছে। আশা করছি আগামী ১৪ নভেম্বরের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে।

এর আগে রক্ষণাবেক্ষণ কাজের জন্য চলতি বছরের ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ ছিল বিমানবন্দরের রানওয়ে। তার আগে ২০২২ সালের ১০ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ১০ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত বিমানবন্দরের থার্ড টার্মিনালের নতুন হাইস্পিড কানেকটিং ট্যাক্সিওয়ে নির্মাণ কাজের জন্যও রানওয়ে বন্ধ রাখা হয়েছিল।

বিপি/টিআই

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী