Home বাংলাদেশ সোমবার আজারবাইজান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সোমবার আজারবাইজান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: বৈশ্বিক জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-২৯ সম্মেলনে যোগ দিতে আজারবাইজান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল সোমবার তার আজারবাইজানের রাজধানী বাকুর উদ্দেশে রওনা হ‌ওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজারবাইজানের বাকুতে আগামী ১১-২২ নভেম্বর পর্যন্ত কপ-২৯ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সোমবার আজারবাইজানের উদ্দেশে রওনা হ‌ওয়ার কথা রয়েছে তার। তিন দিনের সফরে ১১-১৪ নভেম্বর আজারবাইজানে রাষ্ট্রীয় সফর করবেন ড. ইউনূস।

ধারণা করা হ‌চ্ছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলা‌দেশ যে সমস্ত সমস‌্যার সম্মুখীন হ‌চ্ছে, সে‌টি তু‌লে ধরা হ‌বে স‌ম্মেল‌নে। এক্ষেত্রে সাম্প্রতিক সময়ে দেশের পূর্বাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা তুলে ধরবে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি তহবিল ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’, প্যারিস চুক্তির তহবিল এবং জলবায়ু উদ্বাস্তুদের কথা তুলে ধরার সম্ভবনা রয়েছে। এ ছাড়া, উন্নত দেশগুলো থেকে সবুজ প্রযুক্তিতে সহায়তা চাইতে পারে বাংলাদেশ।

এদিকে কূট‌নৈ‌তিক সূত্রগু‌লো বল‌ছে, প্রধান উপদেষ্টা জলবায়ু স‌ম্মেল‌নে যোগ দেওয়ার পাশাপা‌শি বাকু‌তে বি‌ভিন্ন দে‌শের রাষ্ট্র ও সরকারপ্রধান‌দের স‌ঙ্গে বৈঠক এবং সৌজন‌্য সাক্ষাৎ করবেন।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার দায়িত্বগ্রহণের পর সরকারপ্রধান হিসেবে আজারবাইজান সফর হবে ড. ইউনূসের দ্বিতীয় বিদেশ সফর। এর আগে গত মাসে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্রে যান ড. ইউনূস।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী