Home আন্তর্জাতিক চলতি বছর সৌদিতে শতাধিক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর

চলতি বছর সৌদিতে শতাধিক বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছর শতাধিক বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। রোববার (১৭ নভেম্বর) বার্তা সংস্থা এএফপির বারতে এই তথ্য জানিয়েছে মিডিল ইস্ট আই।

সংবাদমাধ্যমটি বলছে, ২০২৪ সালে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের হার অনেক বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনাকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছে।

সর্বশেষ শনিবারও সৌদির নাজরান অঞ্চলে এক ইয়েমেনি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মাদক চোরাচালানের অভিযুক্ত হন ওই ব্যক্তি। ফলে ২০২৪ সালে মোট ১০১ জন বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করলো মধ্যপ্রাচ্যের দেশটি।

এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ ও ২০২৩ সালের তুলনায় সৌদিতে বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর বেড়ে তিনগুণ হয়েছে। বার্লিনভিত্তিক ইউরোপীয়-সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (ইএসওএইচআর) বলেছে, চলতি ১১ মাসে যে পরিমাণ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তাতে ইতোমধ্যেই অতীতের রেকর্ড ভেঙে গেছে।

সংগঠনটির পরিচালক তাহা আল-হাজ্জী বলেছেন, এক বছরে সৌদিতে এটাই সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যুদণ্ডের খবর। কারণ সৌদির ইতিহাসে এক বছরে কখনই এত বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।

অন্যদিকে গত ১০ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০২৪ সালের নয় মাসে দুই শতাধিক নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন সৌদি।

বিপি/টিআই

 

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী