Home আন্তর্জাতিক কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে শরণার্থী মন্ত্রী নিহত

কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে শরণার্থী মন্ত্রী নিহত

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে দেশটির শরণার্থী-বিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি নিহত হয়েছেন। এতে প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন।

বুধবার (১১ ডিসেম্বর) কাবুলে শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ে বিস্ফোরণে মন্ত্রীর প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন হাক্কানির ভাতিজা আনাস হাক্কানি।

তিন বছর আগে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা এটি। বিস্ফোরণের দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে শরণার্থী মন্ত্রণালয়ে একটি বিস্ফোরণ ঘটেছে। মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি ও তার কয়েকজন সহকর্মী শহীদ হয়েছেন।

খলিল উর-রহমান হাক্কানি ‘হাক্কানি নেটওয়ার্ক’র প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানির ভাই ছিলেন। খলিল হাক্কানি ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির চাচা। তিনিও তালেবানের একটি শক্তিশালী নেটওয়ার্কের নেতৃত্ব দেন।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী