Home বাংলাদেশ ধর্মপাশা জলমহালের অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে আবেদন

ধর্মপাশা জলমহালের অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে আবেদন

by বাংলাপ্রেস ডেস্ক
A+A-
Reset

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় জলমহালে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন দাখিল করা হয়েছে। অভিযোগকারী হাসান মিয়া, সভাপতি (অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি), মামুদনগর মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ, সাং-মামুদনগর, উপজেলা- ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জ এর আবেদনের পরিপ্রেক্ষিতে জানাযায়, ধর্মপাশা উপজেলাধীন “চারদা বিল (বদ্ধ)” ও “মরাগাং প্রকাশিত ছোট গাং (বন্ধ)” জলমহালে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন। এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ রাজস্ব (এসএ) শাখা যার স্মারক নম্বর: ০৫.৪৬.৯০০০.০০৮.৩৪.৬২২.১৮.২ উল্লেখ করে ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসারের বরাবর প্রেরণ করা হয়।

গত ০১ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ। অবহেলা কারণ বসত এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে বিশেষ সুত্রে জানাযায়। রেভিনিউ ডেপুটি কালেক্টর মোঃ নাহিদ নিয়াজ শিশির অবহিত করেন ধর্মপাশা নির্বাহী অফিসারকে উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে প্রাপ্ত আবেদন ও সংযুক্ত কাগজাত এসাথে প্রেরণ করা হলো।

উক্ত আবেদনের বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এ কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অনুলিপি সহকারী কমিশনার, গোপনীয় শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, সুনামগঞ্জ। ধর্মপাশা উপজেলাধীন “চারদা বিল (বন্ধ)” ও “মরাগাং প্রকাশিত ছোট গাং (বন্ধ)” জলমহালে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অলিদুজ্জামান বৃহস্পতিবার মুঠোফোনে যোগাযোগ কালে তিনি প্রতিবেদনকারীকে জানান, আবেদন পেয়েছি, বাদী, বিবাদীকে ডেকে এনে আইনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক বলেন, এব্যাপারে আমি অবগত আছি।

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী