বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর কমলাপুরে প্রবেশের সময় একটি কনটেইনারবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে দেড় ঘণ্টার মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন সিঙ্গেল লাইনে ট্রেন চালানোর ব্যবস্থা করছে কর্তৃপক্ষ।
বুধবার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।
তিনি বলেন, একটি কনটেইনারবাহী ট্রেন স্টেশনে ঢোকার সময় ডাউনলাইনে পেছন থেকে দুটি ক্যারেজ পড়ে যায়। এটি ১১টা ৩৫ মিনিটের দিকে ঘটে। পরে স্টেশনের সব ট্রেনের মুভমেন্ট বন্ধ রাখা হয়।
এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ট্রেন চলাচল বন্ধ থাকায় আজ ট্রেন চলাচলে বিলম্ব হতে পারে। বর্তমানে লাইন ক্লিয়ার করার কাজ চলছে। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই