বাংলাপ্রেস ডেস্ক: জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তের সাক্ষী হয়েছেন তামিম ইকবাল। ম্যাসিভ হার্ট অ্যাটাক করে লাইফ সাপোর্টে যেতে হয়েছিল তাকে। হার্টে ব্লক ধরা পড়ায় রিং পরানো হয়েছে। আপাতত শঙ্কামুক্ত তামিম। শরীরের উন্নতিও হয়েছে। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে তিনি এবার প্রার্থনারত মানুষদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তামিম লেখেন, ‘অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেন নি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে—এই কথাটি আমরা বারবার ভুলে যাই।’
তিনি আরও লেখেন, ‘গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে? আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।’
বিপদে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সাবেক এই টাইগার ওপেনার লেখেন, ‘কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।’
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তামিম লেখেন, ‘আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না’
সোমবার (২৪ মার্চ) মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হন তামিম ইকবাল। তবে ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করানো হয় জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে।
পরে তামিমের হার্টে একটি রিং পরানো হয়। আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। এই ৪৮ ঘণ্টায় তাকে কোথাও স্থানান্তরের সম্ভাবনাও নেই। সাভারের কেপিজে হাসপাতালেই থাকবেন তিনি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে