Home বাংলাদেশ আরাকানের জমিন আমাদের, রোহিঙ্গারাই পাবে ইনশাল্লাহ: আরসা প্রধান জুনুনি

আরাকানের জমিন আমাদের, রোহিঙ্গারাই পাবে ইনশাল্লাহ: আরসা প্রধান জুনুনি

by বাংলাপ্রেস ডেস্ক
Published: Updated:
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক:আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি মিয়ানমারের আরাকানের জমি রোহিঙ্গাদের বলে মন্তব্য করেছেন। বান্দরবানে একটি মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের তিনি জানান, “আমরা আরাকানে জমি পাব, ইনশাল্লাহ। আরাকানের জমিন আমাদের।” একই সঙ্গে তিনি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জুনুনি, যিনি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর প্রধান, সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা ও হত্যাচেষ্টার দুটি মামলায় আদালতে হাজির হন। তার আইনজীবী জামিনের আবেদন করলে, শুনানি শেষে অতিরিক্ত জেলা দায়রা ও জজ অরুণ পাল এবং মুখ্য বিচারিক হাকিম নাজমুল হোসাইনের আদালত দুটি মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, দুটি মামলার তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেছে এবং অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার শুরু থেকেই জুনুনি পলাতক ছিলেন, ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারের শুনানি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

২০২২ সালে নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে ৫০ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়, যার প্রধান আসামি ছিলেন জুনুনি। আদালত চত্বরে তাকে কঠোর নিরাপত্তার মধ্যে নিয়ে আসা হয়। তিনি একটি সাদা মাইক্রোবাসে ছিলেন, যেখানে সামনে-পেছনে পুলিশের দুটি ভ্যান ছিল। পরনে লুঙ্গি ও ছাই রংয়ের টি-শার্ট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট এবং মাথায় হেলমেট ছিল।

অন্যদিকে, ১৬ ও ১৭ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ময়মনসিংহের নতুন বাজারে অভিযান চালিয়ে জুনুনিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়, পরে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী