Home বাংলাদেশ জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আ.লীগের কবর বাংলাদেশে হবে না: হাদি

জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আ.লীগের কবর বাংলাদেশে হবে না: হাদি

by বাংলাপ্রেস ডেস্ক
Published: Updated:
A+A-
Reset

বাংলাপ্রেস ডেস্ক: জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর বাংলাদেশে হবে না জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে রংপুর কেরামতিয়া মসজিদের সামনে গণসংযোগের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওসমান হাদি বলেছেন, বর্তমান সরকারের একটা অংশের মদদ ছাড়া আওয়ামী লীগ বিভিন্ন আসন ধরে ধরে নির্বাচনী প্রচারণা চালাবে এই দুঃসাহস তাদের নাই।

সরকারের উদ্দেশে তিনি বলেন, জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে আওয়ামী লীগের কবর বাংলাদেশে হতে দেওয়া হবে না। হয় তাদের দিল্লি যেতে হবে অথবা তাদের লাশ বঙ্গোপসাগরে ভেসে যাবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, এই সরকারের আমলে জুলাই, পিলখানা ও শাপলা চত্ত্বর গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। একইসঙ্গে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিকল্প নেই।

এ সময় আগামী ২৫ এপ্রিল শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে দল মত নির্বিশেষে সকলকে যোগ দেয়ার আহ্বান জানান তিনি।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]

বিপি/কেজে

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী