বাংলাপ্রেস ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যক্তিগত জীবন নিয়ে বছরজুড়ে লাইমলাইটে থাকেন। এবার তার ‘মালাচন্দন’ গানের কারণে খবরের শিরোনামে। কারণ গানটিতে তার ঘনিষ্ঠ দৃশ্যের শৈল্পিক রূপায়ন নজর কেড়েছে।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ নির্মিত সিনেমা ‘আমার বস’। সিনেমাটি পরিচালনার পাশাপাশি শ্রাবন্তীর বিপরীতে অভিনয়ও করেছেন শিবপ্রসাদ। সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে ‘মালাচন্দন’ গান। এ গানে শ্রাবন্তী-শিবপ্রসাদের ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। এ দৃশ্যে জয় গোস্বামীর লেখা ‘ঈশ্বর আর প্রেমিকের সংলাপ’ কবিতা শ্রাবন্তীর পিঠে লিখেন পরিচালক। ঘনিষ্ঠ দৃশ্যের এমন শৈল্পিক রূপায়ন মুগ্ধ করেছে দর্শকদের।
আলোচনার মাঝে এ বিষয়ে নীরবতা ভেঙেছেন শ্রাবন্তী। তার ভাষ্য— “এমন একটা গান নিজের ক্যারিয়ারে পেয়ে আপ্লুত। শুধু তা-ই নয়, কাজটা করার সময় একফোঁটা অস্বস্তি হয়নি। আসলে পেশাদারদের দিয়ে পুরো কাজটা করা হয়। চুমু খেয়েই যে প্রেম নিবেদন হয় তা নয়, এভাবেও একটা প্রেমের মুহূর্ত বোনা যায়। তার জন্য শিবুদাদের গোটা টিমকে কুর্নিশ। তার উপর জয় গোস্বামীর কবিতা, কী বলব আর।”
গাওয়ার পাশাপাশি ‘মালাচন্দন’ গানের রচনা ও সুর করেছেন কলকাতার অনুপম রায়। গত ৯ মে ইউটিউবে মুক্তি পায় গানটি।
‘আমার বস’ সিনেমার গল্পের প্রেক্ষাপটে একটি করপোরেট অফিস। পাশাপাশি মা ও ছেলের সম্পর্কের সমীকরণ এই সিনেমার মূলধন। এতে জুটি বেঁধেছেন সৌরসেনী মৈত্র ও গৌরব চ্যাটার্জি। তাছাড়াও অভিনয় করেছেন শ্রুতি দাস, রাখি গুলজার, ঐশ্বরিয়া সেন প্রমুখ। আগামী ৯ মে মুক্তি পাবে সিনেমাটি।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে