ইমা এলিস: যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর অনুরোধে একজন মার্কিন নাগরিককে ফ্লোরিডার একটি কারাগারে আটক রাখা হয়েছে। যদিও কাউন্টি বিচারক আদালতে ওই ব্যক্তির জন্ম সনদ দেখতে পেয়েছিলেন।
হুয়ান কার্লোস লোপেজ-গোমেজ, যিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন। তাকে বুধবার ফ্লোরিডায় হাইওয়ে প্যাট্রোল আটক করে এবং ‘অননুমোদিত অভিবাসী’ হিসেবে রাজ্যে অবৈধভাবে প্রবেশের অভিযোগে অভিযুক্ত করে—যে রাজ্য আইনটি একটি বিচারকের আদেশে সাময়িকভাবে স্থগিত রয়েছে। ফ্লোরিডা ফিনিক্স বৃহস্পতিবার এ খবর জানায়।
লিওন কাউন্টির বিচারক লাশন রিগানস বৃহস্পতিবার বলেন, লোপেজ-গোমেজের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হলেও, আইসিই-এর অনুরোধে লিওন কাউন্টি জেল তাকে আটক রাখায় তার মুক্তির কোনো এখতিয়ার তার নেই।
বিচারক লোপেজ-গোমেজের জন্ম সনদ পরীক্ষা করেন, যা তার এক সমর্থক আদালতে তুলে ধরেন। ফিনিক্স-এর খবরে বলা হয়, বিচারক বলেন, ‘এটি হাতে নিয়ে দেখলে, আলোতে ধরলে স্পষ্টভাবে দেখা যায় যে এতে ওয়াটারমার্ক রয়েছে—যা প্রমাণ করে যে এটি একটি প্রকৃত ও সঠিক দলিল।
লোপেজ-গোমেজ জর্জিয়া থেকে ফ্লোরিডার দিকে আসছিলেন, তখন ফ্লোরিডা হাইওয়ে প্যাট্রোল তাকে থামায়।
ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস একটি কঠোর অভিবাসন আইন স্বাক্ষর করেন, যেখানে বলা হয়, যেসব প্রাপ্তবয়স্ক অভিবাসী যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছেন, তাদের জন্য ফ্লোরিডায় “ইমিগ্রেশন কর্মকর্তাদের পরিদর্শন এড়িয়ে বা ফাঁকি দিয়ে ইচ্ছাকৃতভাবে প্রবেশ বা প্রবেশের চেষ্টা করা” একটি অপরাধ হিসেবে বিবেচিত হবে।
লোপেজ-গোমেজের জন্ম জর্জিয়াতে। তার প্রথম ভাষা ত্সোৎসিল (Tzotzil) বলে জানিয়েছে ফিনিক্স।
তার মা আদালতে ভার্চুয়াল শুনানিতে ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়েন।
তিনি ফিনিক্সকে বলেন, ‘আমি বলতে চেয়েছিলাম, ‘তোমরা তাকে কোথায় নিয়ে যাচ্ছো? সে তো এখানকার।’ আমি প্রচণ্ড অসহায় বোধ করছিলাম কারণ আমি কিছুই করতে পারছিলাম না, এবং আমি মরিয়া হয়ে ছেলেকে সেখান থেকে বের করে আনতে চাই।”
২০ বছর বয়সী লোপেজ-গোমেজকে যেখানে আটক রাখা হয়েছিল, সেই লিওন কাউন্টি জেলের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয় এবং তার মায়ের সঙ্গে পুনর্মিলন ঘটে।
ফ্লোরিডা ইমিগ্রান্ট কোয়ালিশন-এর মুখপাত্র থমাস কেনেডি, যিনি বৃহস্পতিবারের শুনানিতে উপস্থিত ছিলেন, তিনি এনবিসি নিউজ-কে বলেন, ‘এটি এক ধরনের আমলাতান্ত্রিক ও বিভ্রান্তিকর দুঃস্বপ্ন, যেখানে অপরিপক্বভাবে রচিত আইন আমাদের সামনে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে একজন মার্কিন নাগরিককেও সালভাদরে পাঠিয়ে দেওয়া হতে পারে, যেন তিনি কোনো রাষ্ট্রহীন ব্যক্তি!
আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ফাউন্ডেশন অব ফ্লোরিডা-এর আইনি সহকারী এমি গডশল দ্য ইনডিপেনডেন্ট-কে বলেন, লোপেজ-গোমেজের আটকের ঘটনা ‘একটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগের উপর ভিত্তি করে, যেখানে বলা হয়েছে যে তিনি অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছেন।’
তিনি উল্লেখ করেন, তার মা আদালতে তার সামাজিক নিরাপত্তা নম্বর এবং জন্ম সনদসহ হাজির ছিলেন—যেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, তার জন্মস্থান হলো যুক্তরাষ্ট্র।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম