Home অন্যান্যব্যবসা পার্বতীপুরে বেশি দামে সার বিক্রি তানভীর ট্রেডার্সকে জরিমানা

পার্বতীপুরে বেশি দামে সার বিক্রি তানভীর ট্রেডার্সকে জরিমানা

by Dhaka Office
A+A-
Reset

আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর (দিনাজপুর) থেকে : দিনাজপুরের পার্বতীপুরে অতিরিক্ত মূল্যে টিএসপি সার বিক্রির অভিযোগে মেসার্স মন্ডল ট্রেডার্সের অঙ্গ প্রতিষ্ঠান তানভীর ট্রেডার্সকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রোববার বিকেল সাড়ে ৪টায় তানভীর ট্রেডার্সের গোডাউন ঘরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মো. সামসুজ্জামান। এসময় তিনি ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪০ ধারা মোতাবেক প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ড জরিমানা করেন।
পরে জরিমানা ৩০ হাজার টাকা প্রদানের মাধ্যমে মুক্তিপান প্রতিষ্ঠানের ম্যানেজার শ্রী খোকন চন্দ্র সরকার। নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ প্রতিনিধিকে জানান, ১১শত টাকার সার বস্তা প্রতি ১ থেকে ২শত টাকা বেশি নেয়ার অভিযোগে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজ করলে তাদের জরিমানা নয় কারাদন্ড প্রদান করা হবে বলেও এসময় হুশিয়ারী দেন ভ্রাম্যমান আদালত।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহিদুল ইসলামসহ অনেকে।

বিপি/আর এল

You may also like

Leave a Comment

কানেকটিকাট, যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বৃহত্তম বাংলা অনলাইন সংবাদপত্র

ফোন: +১-৮৬০-৯৭০-৭৫৭৫   ইমেইল: [email protected]
স্বত্ব © ২০১৫-২০২৩ বাংলা প্রেস | সম্পাদক ও প্রকাশক: ছাবেদ সাথী