ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি বলেছেন, ‘সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলাদেশ গড়তে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে নিরলসভাবে কাজ করে চলেছেন। সব বাধা-বিপত্তি মোকাবিলা করে দেশের সেবায় জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে। আজকের যে প্রজন্ম, তারাই একদিন শিক্ষা-দীক্ষায় পরিপূর্ণ হয়ে উন্নত মানবসম্পদে পরিণত হবে।
এ দেশকে এগিয়ে নিয়ে যাবে।’ শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আমরা মুক্তিযোদ্ধার সন্তান বগুড়ার ধুনট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা মুক্তিযোদ্ধার সন্তান ধুনট উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সৈয়দ রাশিদ ইবনে ইসলাম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, প্রকৌশলী আসিফ ইকবার সনি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, সদস্য এএফএম ফজলুল হক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা, বগুড়া জেলা শাখার সভাপতি এ.এইচ.এম সুলতান মাহমুদ প্রিন্স, সাবেক আহবায়ক এনামুল হক টি রানা, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, যগ্ম সাধারণ সম্পাদক আহসান কবির জিতু, বগুড়া জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ওয়াহিদুজ্জামান চন্দন, সদস্য সচিব সৌখিনুজ্জামান সৌখিন ও সদস্য প্রকৌশলী তৌহিদুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, দ্বি-বার্ষিক সম্মেলনের অধিবেশন শেষে সৈয়দ রাশিদ ইবনে ইসলাম রাসেলকে সভাপতি এবং এসএম শিশ আহম্মেদকে সাধারণ সম্পাদক করে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ধুনট উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বিপি/কেজে